দীর্ঘ তিন বছর পর পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন উমর আকমল। আর ১৬ মাস পর সুযোগ পেলেন আহমেদ শেহজাদ। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফিরেছেন এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া অলরাউন্ডার ফাহিম আশরাফও। তবে পাকিস্তান দলে জায়গা হয়নি মোহাম্মদ রিজওয়ান ও আবিদ আলীর। পাকিস্তানের ক্যাপ মাথায় সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন ২০১৬’র সেপ্টেম্বরে। যদিও আবুধাবিতে ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ১০৩ রানের জবাবে পাকিস্তান আট উইকেট জয় পাওয়ায় ব্যাটিংয়ে নামতে হয়নি উমর আকমলকে। আর পাকিস্তান দলের প্রোটিয়া কোচ মিকি আর্থারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে ২০১৭’র সেপ্টেম্বরে পিসিবির দুই মাসের নিষেধাজ্ঞা পান আকমল। ওপেনার আহমেদ শেহজাদ জাতীয় দলের ক্যাপ মাথায় সবশেষ টি-টোয়েন্টি খেলেন এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে গত বছর জুনে।
আগামী ৫, ৭ ও ৯ই অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি মাঠে। টানা ১১ সিরিজ জয়ের রেকর্ড টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর দল পাকিস্তানের। আর অধিনায়ক হিসেবে কখনো সিরিজ হারেননি সরফরাজ আহমেদ।
পাকিস্তান টি-টোয়েন্টি দল
সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), বাবর আজম (সহঅধিনায়ক), আহমেদ শেহজাদ,আসিফ আলী, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, উমর আকমল, উসমান শিনওয়ারি ও ওয়াহাব রিয়াজ।