সকলের সহযোগিতার জন্য আকুল আবেদন।
সে একজন ডিপ্লমা মেডিকেল পড়ুয়া ছাএী। পড়াশোনা চলাকালীন ২০১৮সালের অক্টোবর মাসে হঠাৎ সে অসুস্থ হয়ে যায়। পড়ে তাকে ঢাকার Green life Medical Hospital ওকে ভর্তি হলে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট দেখে ডাক্তার জানায় ওর ফুসফুসে ক্যান্সার তাও আবার ওর ডান পাশের ফুসফুসে ।
ডাক্তার জানায় ওকে ৬ সার্কেল কেমোথেরাপি দিতে।২১ দিন পরপর যা ২০১৮নভেম্বরের থেকে ২০১৯এর ফেব্রুয়ারী মাসের শেষ হয় ওর ৬ সার্কেল কেমোথেরাপি।
পরে ডাক্তার এর কাছে যায় চেকাপ করাতে পরে ডাক্তার আবার কিছু TC Scan,USG,ECG, আরও কিছু Blood test দেয়। পরে সব রিপোর্ট নিয়ে ডাক্তার এর কাছে গেলে ডাক্তার জানায় ওকে কোনো রেডিওথেরাপি দেওয়া যাবে না। তাই ডাক্তার জানাই ওকে আরও ১২ টা সার্কেল কেমোথেরাপি দিতে হবে,যার থেকে ৩ সার্কেল কেমোথেরাপি দেওয়া হয়েছে এখনও আরও ৯ সার্কেল বাকি আছে।
যার জন্যে এখনও ৭ থেকে ৮ লক্ষ টাকা লাগবে। ২০১৮ থেকে ২০১৯সাল পর্যন্ত ওর ১২লক্ষ টাকা খরচ হয়ে গেছে।পরিবার এখন সর্বশান্ত হয়ে গেছে।
এমন অবস্থায় আপনাদের সহযোগিতা ফাহমিদা এবং তাঁর পরিবারের একান্ত প্রয়োজন।
Banks accounts
A/C Name : Sharmin Akther
A/C No : 1081510199297
Dutch Bangla Bank
Shantinagar Branch.
Bkash/Roket (Personal) : 01633914507
Bkash(personal): 01316989685
Bkash(personal):01711084149