Home 20 খেলা 20 খারাপ খেলার জন্য সাংবাদিকরা দায়ি, বললেন মমিনুল

খারাপ খেলার জন্য সাংবাদিকরা দায়ি, বললেন মমিনুল

টস থেকে শুরু করে ব্যাটিং, ফিল্ডিং সব ব্যর্থতার সব দায় নিজের কাঁধে তুলে নিলেন বাংলাদেশের নতুন অধিনায়ক মুমিনুল হক। টসটা বাংলাদেশের পক্ষেই কথা বলেছে। কিন্তু ব্যাটিংয়ে চরম ব্যর্থতার পরিচয় ব্যাটসম্যানরা। টেস্ট কিভাবে খেলতে হয় সেটাই যেন নিমেষেই ভুলে গেলেন রা। শুধু মুশফিকুর রহীম আর মুমিনুল হক যা একটু লড়েছেন। যদিও তা যথেস্ট নয়।
ভুল তো করেছেন সবাই। তবে ব্যর্থতার দায় আসলে পড়ে অধিনায়কের কাঁধেই। দিনশেষে তাই টস জিতে ব্যাটিং নেয়া কিংবা বোকার মতো মুমিনুলের আউট হওয়া নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন অধিনায়ক। তাছাড়া খারাপ খেলার জন্য সাংবাদিকদের দায়ী করলেন তিনি।
বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল বলেন, ‘আমরা খুব বাজেভাবে গুটিয়ে গেছি। আমার মনে হয়, ভুলটা আমার। সিদ্ধান্ত খুব খারাপ ছিল। যখন আমি আর মুশফিক ভাই সেট হয়ে গিয়েছিলাম, মুশফিক ভাই ভালো খেলছিলেন। লিটনও ভালো খেলছিল, কিন্তু ভুলটা আমার। আমি ভুল সময়ে আউট হয়েছি। মুশফিক ভাইকে নিয়ে আমি আরও ভালো ইনিংস খেলতে পারতাম। যদি সেটা হতো, তবে এখন ভালো পজিশনে থাকতাম।’
তিনি আরও বলেন, ‘আমি ব্যাটিংয়ে খুব বড় টেকনিক্যাল ভুল করে আউট হয়েছি। আমার মনে হয়, আমাদের এই টেস্টের জন্য প্রস্তুতি ভালো ছিল। গত ৫ মাসে আমি নয়টি চারদিনের ম্যাচ খেলেছি। এর চেয়ে ভালো প্রস্তুতি হতে পারে না। তবে আমি এমন বিশ্বমানের বোলারদের বিপক্ষে খেলিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে মানসিকভাবে শক্ত হবে। আমাদের প্রতিপক্ষ মানসিকভাবে খুবই শক্তিশালী।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘আমি যদি একটা কথা বলি আপনাদের কাছে হয়তো হাস্যকর লাগবে। যে কোনো সিরিজ শুরু করার আগে আপনাদের একটা বড় ভূমিকা থাকে। কথাটা হয়তো আমার বিরুদ্ধে আসতে পারে। আপনারা অন্যভাবে নিয়েন না। আফগানিস্তানের সঙ্গে যখন খেলি আপনারা এমনভাবে প্রশ্ন করেন যে রশিদ খান আছে এই আছে সেই আছে। জিনিসটা যতই চিন্তা না করেন আপনার মাথায় ঢুকবে। এভাবে কঠিন হয়ে যায় (খেলা)। তবে আমাদের মানসিকভাবে আরও শক্ত হতে হবে।’
মুমিনুল আরও করেন, ‘আপনারা প্রশ্ন যেই করেন উত্তর আমাকেই দিতে হবে। মাঝে মাঝে হয় যে আপনি যে প্রসঙ্গ আনেন, আমি হয়তো চিন্তা করিনি আগে ওটা। মানুষের মনটাই এমন কিছু ঢুকিয়ে দিলে ভাবনা চলে আসে। তবে একমত আমার বা সবার মানসিকভাবে আরো বেশি শক্ত হতে হবে।’

About News Desk

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করতে আসেনি, মানুষের সেবা করতে এসেছি: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করতে আসেনি, ...

তলে তলে কোনো আপস হয়নি: মির্জা ফখরুল

সরকারের সঙ্গে তলেতলে কারও কোনো আপস হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ...

ঢাকায় বিএনপির দুই কেন্দ্রীয় নেতা সহ ১৫ জনের ৪ বছরের কারাদণ্ড

নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. ...

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় সুইডেন

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় সুইডেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ...

শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মার্কিন পর্যবেক্ষক দলকে বিএনপি

নির্বাচনের পরিবেশ সহায়ক নয়, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ঢাকায় সফরররত মার্কিন প্রাক-নির্বাচনী ...