টস থেকে শুরু করে ব্যাটিং, ফিল্ডিং সব ব্যর্থতার সব দায় নিজের কাঁধে তুলে নিলেন বাংলাদেশের নতুন অধিনায়ক মুমিনুল হক। টসটা বাংলাদেশের পক্ষেই কথা বলেছে। কিন্তু ব্যাটিংয়ে চরম ব্যর্থতার পরিচয় ব্যাটসম্যানরা। টেস্ট কিভাবে খেলতে হয় সেটাই যেন নিমেষেই ভুলে গেলেন রা। শুধু মুশফিকুর রহীম আর মুমিনুল হক যা একটু লড়েছেন। যদিও তা যথেস্ট নয়।
ভুল তো করেছেন সবাই। তবে ব্যর্থতার দায় আসলে পড়ে অধিনায়কের কাঁধেই। দিনশেষে তাই টস জিতে ব্যাটিং নেয়া কিংবা বোকার মতো মুমিনুলের আউট হওয়া নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন অধিনায়ক। তাছাড়া খারাপ খেলার জন্য সাংবাদিকদের দায়ী করলেন তিনি।
বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল বলেন, ‘আমরা খুব বাজেভাবে গুটিয়ে গেছি। আমার মনে হয়, ভুলটা আমার। সিদ্ধান্ত খুব খারাপ ছিল। যখন আমি আর মুশফিক ভাই সেট হয়ে গিয়েছিলাম, মুশফিক ভাই ভালো খেলছিলেন। লিটনও ভালো খেলছিল, কিন্তু ভুলটা আমার। আমি ভুল সময়ে আউট হয়েছি। মুশফিক ভাইকে নিয়ে আমি আরও ভালো ইনিংস খেলতে পারতাম। যদি সেটা হতো, তবে এখন ভালো পজিশনে থাকতাম।’
তিনি আরও বলেন, ‘আমি ব্যাটিংয়ে খুব বড় টেকনিক্যাল ভুল করে আউট হয়েছি। আমার মনে হয়, আমাদের এই টেস্টের জন্য প্রস্তুতি ভালো ছিল। গত ৫ মাসে আমি নয়টি চারদিনের ম্যাচ খেলেছি। এর চেয়ে ভালো প্রস্তুতি হতে পারে না। তবে আমি এমন বিশ্বমানের বোলারদের বিপক্ষে খেলিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে মানসিকভাবে শক্ত হবে। আমাদের প্রতিপক্ষ মানসিকভাবে খুবই শক্তিশালী।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘আমি যদি একটা কথা বলি আপনাদের কাছে হয়তো হাস্যকর লাগবে। যে কোনো সিরিজ শুরু করার আগে আপনাদের একটা বড় ভূমিকা থাকে। কথাটা হয়তো আমার বিরুদ্ধে আসতে পারে। আপনারা অন্যভাবে নিয়েন না। আফগানিস্তানের সঙ্গে যখন খেলি আপনারা এমনভাবে প্রশ্ন করেন যে রশিদ খান আছে এই আছে সেই আছে। জিনিসটা যতই চিন্তা না করেন আপনার মাথায় ঢুকবে। এভাবে কঠিন হয়ে যায় (খেলা)। তবে আমাদের মানসিকভাবে আরও শক্ত হতে হবে।’
মুমিনুল আরও করেন, ‘আপনারা প্রশ্ন যেই করেন উত্তর আমাকেই দিতে হবে। মাঝে মাঝে হয় যে আপনি যে প্রসঙ্গ আনেন, আমি হয়তো চিন্তা করিনি আগে ওটা। মানুষের মনটাই এমন কিছু ঢুকিয়ে দিলে ভাবনা চলে আসে। তবে একমত আমার বা সবার মানসিকভাবে আরো বেশি শক্ত হতে হবে।’
