Home 20 জাতীয় 20 ট্রাক মালিক-শ্রমিকদের আন্দোলনে বিএনপির সমর্থন

ট্রাক মালিক-শ্রমিকদের আন্দোলনে বিএনপির সমর্থন

৯ দফা দাবিতে বাংলা‌দেশ ট্রাক-কাভার্ডভ্যান মা‌লিক-শ্রমিক ঐক্য প‌রিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে সমর্থন জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ধর্মঘটে বিএনপির সমর্থনের কথা জানিয়ে এ আন্দোলনকে তিনি যৌক্তিক বলে মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ যে আন্দোলনের ডাক দিয়েছে নিশ্চয়ই তা যৌক্তিক। তাদের এই আন্দোলনে আমাদের সমর্থন থাকবে।’
এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ট্রাক-কাভার্ডভ্যান মা‌লিক অ্যাসোসিয়েশনের তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আগামীকাল বুধবার থেকে অনি‌র্দিষ্টকা‌লের জন্য পণ্য প‌রিবহন ব‌ন্ধ ঘোষণা করে কর্মবিরতির ডাক দেয় বাংলা‌দেশ ট্রাক-কাভার্ডভ্যান মা‌লিক-শ্রমিক ঐক্য প‌রিষদ। এসময় নতুন সড়ক পরিবহন আইন বাতিল করে আইন সংশোধনে ৯ দফা দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান সরকারকে জনগণ ভালোবাসে না, পছন্দ করে না। এই সরকার জানে বিএনপি ক্ষমতায় আসলে তাদের কী দশা হবে, সারা দেশে যে নৈরাজ্য চালাচ্ছে এর পরিণতি কী হবে। তাই এখন এই সরকার ক্ষমতা ছাড়তে ভয় পায়।’
পেঁয়াজ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘যে সরকার পেঁয়াজের দাম কন্ট্রোল করতে পারে না সে সরকার দেশ কীভাবে কন্ট্রোল করবে। সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বেড়ে গেছে। লবণের দাম, চালের দাম, পেঁয়াজের দাম, সবজির দাম সবকিছুর দামই সাধ্যের বাইরে চলে গেছে। মানুষ কীভাবে বেঁচে থাকবে? আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত আন্দোলনে নামবো এবং এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করবো।’
তিনি আরও বলেন, ‘ইতিহাস কাউকে ক্ষমা করে না। বর্তমান সরকার বেগম খালেদা জিয়া একজন বয়স্ক, অসুস্থ মানুষ স্বত্ত্বেও তাঁর ওপরে যে অমানবিক নির্যাতন করছে তাতেই বোঝা যায় এই সরকার কতটা অমানবিক। আমরা শিগগিরই তীব্র আন্দোলন করে তুলে বেগম জিয়াকে মুক্ত করবো এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো।’
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামসহ আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

About News Desk

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

তত্ত্বাবধায়ক সরকার এখন আজিমপুর কবরস্থানে : ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল ...

শেখ রাসেলের ৬০তম জন্মদিন : শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ...

বিএনপির গণসমাবেশ:রাতভর পুলিশি অভিযানে আটক ২০

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। রাতভর ...

কোনো ছাড় নয়, ডিসেম্বরের চেয়ে কড়া খেলা হবে : ওবায়দুল কাদের

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো ছাড় হবে না। ডিসেম্বরের চেয়ে ...

নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১৯ অক্টোবর

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ ...