দ্যা স্কলারস ফোরাম বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
শিক্ষার নৈতিক উৎকর্ষ সাধন এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশের দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত দ্যা স্কলারস ফোরাম আয়োজিত রাজধানী ঢাকার সর্ববৃহৎ বেসরকারী বৃত্তিপ্রকল্প ‘দ্যা স্কলারস ফোরাম বৃত্তিপরীক্ষা’ এর-২০১৯ সালে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
গত বৃহঃবার বিকেলে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। শিক্ষামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফোরামের শিক্ষা-কর্মকর্তা মাহফুজুর রহমান, অর্থ-কর্মকর্তা আবুল খায়ের ও অফিস-কর্মকর্তা কে এম আশরাফুল ইসলাম প্রমুখ।
ফোরামের পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান বলেন,দ্যা স্কলারস ফোরাম প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত মেধাবীদের মেধার বিকাশ ও আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগী করার লক্ষ্যে স্কলারস ফোরাম নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সম্ভাবনাময় মেধাবী জাতি গঠনে স্কলারস ফোরামের কার্যক্রম অনেক বেশি আধুনিক ও বাস্তবসম্মত। জ্ঞানের রাজ্যে বিজয়ী হতে হলে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে । এ জন্য জ্ঞান অর্জনের বিকল্প কিছু নেই।
২০১৯ সালে ‘দ্যা স্কলারস ফোরাম’ এর বৃত্তি পরীক্ষায় রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তৃতীয় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি পাওয়া ১৪৫ জন শিক্ষার্থীর মধ্যে স্কুলে পেয়েছে ১০২ জন এবং মাদরাসায় ৪৩ জন। এদের মধ্যে ট্যালেন্টপুলে ২৪ জন (স্কুল-১৯, মাদরাসা-৫) জন, ২য় গ্রেডে ৪৩ জন এবং সাধারণ গ্রেডে ৭৮ জন।
ফলাফল স্কলারস ফোরামের নিম্ন ওয়েবসাইটে আগামীকাল ২২ নভেম্বর সকাল ৯.০০ টা থেকে পাওয়া যাবে :
www.thescholarsforum.org
উল্লেখ্য, To lead the world be a scholar এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৫ সালে ‘দ্যা স্কলারস ফোরাম’ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর বৃত্তি পরীক্ষারসহ নানা শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করে আসছে সংস্থাটি। প্রেসবিজ্ঞপ্তি।