নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
দুর্নীতি বিরোধী অভিযানের জন্য দেশব্যাপী আলোচিত ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম একবুক ক্ষোভ উগড়ে দিলেন নিজের ফেসবুক স্টেটাসে।সোমবার (৮ মার্চ) রাত ১২টা ১০ মিনিটে নিজের ফেসবুকে একটি পোস্ট করে চাকুরী জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মি. আলম
স্টেটাসে তিনি লেখেন,
‘চাকরি জীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশির ভাগই চাকরি জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন। এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়াটাই অন্যায়!’
২০২০ সালের রমজান মাসে বেশ কয়েকটি ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সারোয়ার। পরে একি বছরের নভেম্বর মাসে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। তখন থেকে মি. আলম সেখানেই কর্মরত আছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বরে ফকিরাপুলে ক্যাসিনোতে অভিযান চালিয়ে শাসক দলের বিভিন্ন নেতাকর্মীদের আটক করে দেশব্যাপী সাড়া ফেলেন সরোয়ার আলম।
এছাড়াও ২০১৮ ও ২০১৯ সালে হাসপাতালে অভিযান চালান সারোয়ার আলম। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (রাসায়নিক উপাদান) ব্যবহার ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে বেশ কয়েকটি বড় বড় হাসপাতালে অভিযান চালিয়ে বারবার খবরে আসেন তিনি।
২০১৯ সালে সারোয়ার আলমের সাফল্যের সম্মান জানিয়ে ১২ মে তার মাকে ‘গর্বিণী মা’ পদক পরিয়ে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।