ঢাকার নিউজ ডেস্কঃ
করোনার কারণে নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। ফলে পাঁচ ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল সাইফ হাসানের দল।
সফরকারী দলের ৭ উইকেটে ২৬০ রানের পুঁজি টপকে যেতে মোটেও কষ্ট হয়নি ইমার্জিং দলের। জাতীয় দলের তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসানের সেঞ্চুরিতে ২৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইমার্জিং দল। ১১ চার ও ৫ ছক্কায় ১২৫ বলে ১২০ রানের ইনিংস খেলেন ২ টেস্ট খেলা সাইফ।
এর আগে টস জিতে এর আগে আয়ারল্যান্ড উলভসকে ব্যাটিংয়ে পাঠান ইমার্জিং অধিনায়ক সাইফ। জেমস ম্যাককলাম ছাড়া টপ অর্ডারে আর কোনো ব্যাটসম্যানকে সেভাবে থিতু হতে দেননি ইমার্জিং দলের বোলাররা। রিটয়ার্ড হার্ট হন ম্যাককলাম। যদিও ছয়ে নেমে ৫২ বলে ৮২ রানে অপরাজিত থেকে দলের ইনিংস টেনেছেন লোরকান টাকার। ২ ছক্কা ও ৯ চারে ইনিংসটি সাজান তিনি।
বাংলাদেশের হয়ে ৫৩ রানে ৩ উইকেট নেন ইমার্জিং দলের পেসার মুকিদুল ইসলাম। পাশাপাশি ১টি করে উইকেট নেন সুমন খান ও তৌহিদ হৃদয়।