ঢাকার নিউজ ডেস্কঃ
প্রথম সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করে আলোড়ন সৃষ্টি করার পর এবার চলচ্চিত্রে যুক্ত হওয়ার খবর দিলেন রূপান্তরিত নারী তাসনুভা আনান শিশির।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করেন শিশির। তবে সংবাদ পাঠক হিসেবে যুক্ত হওয়ার আগেই নির্মাতা-প্রযোজক অনন্য মামুন শিশিরকে যুক্ত করেছেন তার নির্মাণাধীন ‘কসাই’ ছবিতে।
ছবিতে রূপান্তরিত এই নারীকে একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন তাসনুভা শিশির ও অনন্য মামুন।
এদিকে, উপস্থাপনার পাশাপাশি নাচ-গান আর অভিনয়েও বেশ পারদর্শী তাসনুভা শিশির। চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, আমার হাতে দুটি সিনেমা আছে। ‘কসাই’ ছাড়াও কাজ করছি সাঈদ শাহরিয়ার পরিচালিত ‘গোল’-এ। দুটি ছবিতে আমার চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং।
উল্লেখ্য, ব্র্যাক বিশ্ববিদ্যাল থেকে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি।