ঢাকার নিউজ ডেস্কঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কোম্পানীগঞ্জের ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তার কথায়, বিশৃঙ্খলার সঙ্গে যাঁরাই জড়িত থাকুক, তাঁদের পরিচয় না দেখে আইনের আওতায় আনা হবে।
বুধবার বিকেলে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, প্রাণঘাতী সংঘর্ষে একজন দলীয় কর্মী নিহতের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহত আলাউদ্দিন ও এর আগের ঘটনায় সাংবাদিক মুজাক্কিরের মৃত্যুতে গভীর শোক ও তাঁদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান তিনি।
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বলেন, এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আইন সমানভাবে প্রযোজ্য, ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অভিযান চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও অর্জনকে কারও অপকর্মের জন্য ম্লান হতে দেওয়া হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ দুঃখজনক ঘটনার তদন্ত করে প্রতিবেদন তৈরি করতে নোয়াখালী জেলা আওয়ামী লীগকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদনটি এলে কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
কোম্পানীগঞ্জের জনসাধারণকে পরিস্থিতি মোকাবিলায় ধৈর্যধারণ এবং সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।