ঢাকার নিউজ ডেস্কঃ
ইন্দোনেশিয়ায় স্কুলের শিশু এবং অভিভাবকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর দিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় সময় বুধবার (১০ মার্চ) দেশটির জাভা দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসে থাকা ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দেশটির উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম জাভা প্রদেশের সুমাদাং শহরের কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরে বাসটি খাদে পড়ে যায়।
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় বলছে, বাসটিতে জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ছিলেন। উদ্ধারকারী সংস্থা এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে।
ওদিকে গাড়িটির ফিটনেসের কাগজ হালনাগাদ করা ছিল না বলে দাবি করেছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।