এম উজ্জলঃ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সাংবাদিক বাবু গোপাল চন্দ্র সরকার কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) নালিতাবাড়ী মুক্তযোদ্ধা মঞ্চে নালিতাবাড়ী সম্মিলিত সাংবাদিক ফোরাম এর ব্যাবস্থাপনায় ও পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এর সার্বিক সহযোগিতায় সংবর্ধনা প্র্রদান করা হয়।
নালিতাবাড়ী সম্মিলিত সাংবাদিক ফোরাম এর আহবায়ক ও প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব এম এ হাকাম হীরার সভাপতিত্বে , সিনিয়র সাংবাদিক ছামাদুল তালুকদারের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নালিতাবাড়ী উপজেলার সাধারণ মোঃফজলুল হক, বিশেষ অতিথি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব মোঃ আব্দুস সবুর, আলহাজ্ব সরকার গোলাম ফারুক, সদস্য জেলা আওয়ামী লীগ শেরপুর, যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, মোঃ ওয়াজ কুরুনি যুগ্ম সাধারণ সম্পাদক, ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আ: মান্নানের।
সংবর্ধনা অনুষ্ঠানে সম্মিলিত সাংবাদিক ফোরাম ও দলীয় নেতৃবৃন্দ ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা শেষে বাংলাদেশের স্বনাধন্য শিল্পীবৃন্দরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।