এম উজ্জ্বল, নালিতাবাড়ীঃ
দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বুধবার থেকে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ ‘সর্বাত্মক লকডাউন’। ১৪ই এপ্রিল ভোর ৬টা থেকে আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ১৩ দফা কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে।
সারা দেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ীতেও চলছে কঠোর ‘লকডাউন’। সকালে শহরের বাজার পরিদর্শন করে দেখা গেছে বাজারের দোকানপাট বন্ধ, নেই কোন ক্রেতা-বিক্রেতার আনা-গোনা, নেই প্রতিদিনের মত কোন কোলাহল। শুধুমাত্র ঔষধের দোকান-পাট সহ নিত্য-প্রয়োজনীয় দোকান-পাট খোলা রাখলেও তেমন কোন ভীড় দেখা যায়নি।
গ্রাম থেকে আসা ইজিবাইক সহ অটো (টমটম) গুলোকে এই সময়ে বাজারে যাত্রী নিয়ে আসতে নিষেধ করা হয়েছে। অনেকেই প্রয়োজেনের তাগিদে অটো(মিশুক) বাইকে করে যাতায়াত করছেন। ওদিকে বাজারের দোকান-পাট যেন সর্বাত্মক বন্ধ থাকে সেজন্য থানা পুলিশ টহল দিয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন।
এদিকে আজ মাহে রমাদান ও বাংলা নববর্ষ ১৪২৮ পহেলা বৈশাখ একই দিনে হওয়ার পাশাপাশি সর্বাত্মক লকডাউন থাকায় নেই কোন বর্ষবরণের আমেজ, নেই কোনও কোলাহল। গত বছরও পহেলা বৈশাখের সময় করোনাভাইরাসের প্রভাবে বর্ষবরণ তেমন সাড়া পড়েনি বাংলার ঘরে।