ঢাকার নিউজ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামস্থ শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম – সি এস এফ’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাগরময় আচার্যকে সভাপতি ও আবরার আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৪৮ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তাকি তাজোয়ার,নাজমুল ইসলাম,সুদীপ্ত চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে অয়ন চক্রবর্তী,সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সৌম্য স্বরাজ,উপল চৌধুরী এবং ফাহিম ফারুকি।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল চারটায় বর্তমান কোভিড পরিস্থিতির কারণে ভার্চুয়ালি এই সভার আয়োজন করা হয়।সভার সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি অভিষেক দাশ। উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের এডভাইজার স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক কানু কুমার দাশ , সংগঠনটির মডারেটর গণিত বিভাগের বিভাগীয় প্রধান –অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব , যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. প্রসেঞ্জিত দাশ।
সভায় বিগত কমিটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। বর্তমান কোভিড পরিস্থিতিতে কীভাবে সাধারণ মানুষদের জন্য কিছু করা যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন সংগঠনটির এডভাইজার এবং মডারেটরবৃন্দ।
সভায় ৪৮সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এসময় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা বার্তা এবং চট্টগ্রামস্থ চুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে যেন সুন্দর সেতুবন্ধন সৃষ্টি করা যায় সে ব্যাপারে নজর রাখতে বলা হয়।
উক্ত সভায় সংগঠনের বিগত কাজগুলোকে নিয়ে তৈরী করা একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ক্লিপ পরিবেশন করা হয়। উক্ত সভায় সিএসএফ এর সাবেক সদস্যবৃন্দসহ বিদায়ী কমিটির পক্ষ থেকে মিনহাজুল আবেদীন, আজমাইন আবিদ, অপু নাথ, আসিফ ইফতি ও মৌমিতা রিমি বক্তব্য রাখেন।