বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উচ্চ চিকিৎসার দাবিতে রাজধানী ঢাকায় লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। মঙ্গলবার দুপুরে এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় তিনি বর্তমান সরকারকে সমালোচনা করে বলেন, “দেশকে দেউলিয়া করে দিয়েছে সরকার। শেখ হাসিনা দিনকে দিন সারাদেশের মানুষকে নিঃস্ব করে দিচ্ছে, অপরদিকে শ্রীলংকা দেউলিয়া হওয়ার পরও বিগত কয়েক মাসের মধ্যে তারা দেশের উন্নতি শুরু করেছে”
রিজভী বলেন, দেশে যখন মানুষ হাহাকার করছে তখন তিনি ১৬৭ জন প্রিয় লোক নিয়ে জাতিসংঘের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তিনি বলেন আজকে মুক্তিযোদ্ধারা মাঠে নেমেছেন বেগম জিয়ার মুক্তি দাবিতে তাঁর উন্নত চিকিৎসার দাবিতে। খালেদা জিয়া অতি দ্রুত মুক্তি পাবেন বলেও এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।