Home 20 দেশের খবর 20 জামালপুরে স্কুল ছাত্রী হত্যা মামলার আসামি গ্রেফতার

জামালপুরে স্কুল ছাত্রী হত্যা মামলার আসামি গ্রেফতার

জামালপুরের মেলান্দহে বহুল আলোচিত স্কুল ছাত্রী রিথী আক্তার (১৬) হত্যা মামলার আসামি আল মামুনকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোমবার বিকেলে শেরপুর জেলার জঙ্গলদি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারকৃত আল মামুন চরপলিশা গ্রামের মৃত আইজল মণ্ডলের ছেলে।

নিহত রিথী আক্তার চরপলিশা জাহানারা লতিফ হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। সে বেতমারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। একই স্কুলের এসএসসি পরিক্ষার্থী মাহমুদুল হাসান রাব্বি ওরফে গোলাম রাব্বির বাড়ি স্কুলের পাশেই। সে আল মামুনের ছেলে। চার মাস আগে ভালোবেসে রিথি আক্তারকে বিয়ে করে গোলাম রাব্বি। রাব্বির স্বজনরা এই বিয়ে মেনে নেয়নি। এঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।

সোমবার বিকেলে রিথি আক্তারকে বাবার বাড়ি থেকে ডেকে আনে। এক ঘণ্টা পরেই আল মামুনের ঘরে রিথি আক্তারের লাশ রেখে সপরিবারে পালিয়ে যায়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ লাশ উদ্ধার শেষে মর্গে পাঠায়। পরদিন নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গোলাম রাব্বীসহ তার পরিবারের ৫ সদস্যের নামে মেলান্দহ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যাকাণ্ডের চারদিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় গত ২৪ সেপ্টেম্বর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও ডিসি অফিস ঘেরাও করে সহপাঠী ও এলাকাবাসী। এসময় বিক্ষোভকারীরা ডিসি অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

আধা ঘণ্টা পর অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং বিক্ষোভকারীরা সমঝোতায় পৌঁছান অর্থাৎ বিক্ষোভ প্রত্যাহার করে।

About Dhakar News

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

অধ্যাপক এএসএম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। তাকে বিশ্ববিদ্যালয়ের আচার্য ...

বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করতে আসেনি, মানুষের সেবা করতে এসেছি: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করতে আসেনি, ...

তলে তলে কোনো আপস হয়নি: মির্জা ফখরুল

সরকারের সঙ্গে তলেতলে কারও কোনো আপস হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ...

যাচ্ছিলেন মসজিদে আজান দিতে, ফিরলেন লাশ হয়ে

মাদারীপুরের কালকিনিতে মসজিদে আজান দিতে যাওয়ার সময় আবদুল কাদের মাতুব্বর (৬৮) নামে এক মুয়াজ্জিনের ট্রাকচাপায় ...

রাঙ্গাবালীতে নেই ফায়ার সার্ভিস: নিজেদের প্রচেষ্টা ই শেষ ভরসা?

মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালী ,পটুয়াখালী: ২০১১ সালে ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় (প্রধানমন্ত্রী শেখ ...