Home 20 খেলা 20 বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হচ্ছে আজ

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হচ্ছে আজ

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর আসন্ন। ইতোমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দল বিশ্বকাপে নিজেদের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করলেও বাদ রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া আইসিসির এই মেগা ইভেন্টের জন্য অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড চূড়ান্তের ডেডলাইন চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত হলেও আজই ঘোষণা হতে চলেছে বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপ স্কোয়াড।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের আগে কিংবা পরে ১৫ সদস্যের দল ঘোষণা করবে বলে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সংবাদমাধ্যমকে সোমবার নিশ্চিত করেছেন।

যদিও বাংলাদেশের ১৫ সদস্যের দল গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। যেখানে ইতোমধ্যেই ১৪ জনের নাম একেবারেই চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র ১৫তম সদস্যের নাম নিয়ে কিছুটা ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ দলে অতিরিক্ত একজন পেসার দলের সঙ্গে নেওয়া হবে নাকি একজন ব্যাকআপ ওপেনার নেওয়া হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

মূলত মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারকে বাজিয়ে দেখার জন্য অপেক্ষা ছিল বিসিবির। তবে সৌম্য ব্যাট হাতে নিউজিল্যান্ড সিরিজে রান করতে না পারায় দলে জায়গা নিশ্চিত হচ্ছে রিয়াদের। দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রান করে চিরচেনারুপে ফিরেছেন তিনি। তাই বিশ্বকাপের ১৫ জনের দলে রিয়াদের ফিরে আসা তাই অনেকটাই নিশ্চিত। শেষ ওয়ানডে ম্যাচে রিয়াদ থাকলেও বাদ পড়েছেন সৌম্য।

সবকিছু মিলিয়ে মূল দলে কে কে থাকছেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।

About Dhakar News

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করতে আসেনি, মানুষের সেবা করতে এসেছি: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করতে আসেনি, ...

তলে তলে কোনো আপস হয়নি: মির্জা ফখরুল

সরকারের সঙ্গে তলেতলে কারও কোনো আপস হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ...

ঢাকায় বিএনপির দুই কেন্দ্রীয় নেতা সহ ১৫ জনের ৪ বছরের কারাদণ্ড

নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. ...

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় সুইডেন

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় সুইডেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ...

শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মার্কিন পর্যবেক্ষক দলকে বিএনপি

নির্বাচনের পরিবেশ সহায়ক নয়, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ঢাকায় সফরররত মার্কিন প্রাক-নির্বাচনী ...