স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর আসন্ন। ইতোমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দল বিশ্বকাপে নিজেদের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করলেও বাদ রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া আইসিসির এই মেগা ইভেন্টের জন্য অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড চূড়ান্তের ডেডলাইন চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত হলেও আজই ঘোষণা হতে চলেছে বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপ স্কোয়াড।
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের আগে কিংবা পরে ১৫ সদস্যের দল ঘোষণা করবে বলে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সংবাদমাধ্যমকে সোমবার নিশ্চিত করেছেন।
যদিও বাংলাদেশের ১৫ সদস্যের দল গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। যেখানে ইতোমধ্যেই ১৪ জনের নাম একেবারেই চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র ১৫তম সদস্যের নাম নিয়ে কিছুটা ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ দলে অতিরিক্ত একজন পেসার দলের সঙ্গে নেওয়া হবে নাকি একজন ব্যাকআপ ওপেনার নেওয়া হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
মূলত মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারকে বাজিয়ে দেখার জন্য অপেক্ষা ছিল বিসিবির। তবে সৌম্য ব্যাট হাতে নিউজিল্যান্ড সিরিজে রান করতে না পারায় দলে জায়গা নিশ্চিত হচ্ছে রিয়াদের। দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রান করে চিরচেনারুপে ফিরেছেন তিনি। তাই বিশ্বকাপের ১৫ জনের দলে রিয়াদের ফিরে আসা তাই অনেকটাই নিশ্চিত। শেষ ওয়ানডে ম্যাচে রিয়াদ থাকলেও বাদ পড়েছেন সৌম্য।
সবকিছু মিলিয়ে মূল দলে কে কে থাকছেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।