পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার “অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন” বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে ঝিনাইদহ-মাগুরা-যশোর-খুলনা রোড মার্চ উপলক্ষে ঝিনাইদহ এ উদ্বোধনী অনুষ্ঠানে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন ইউনিট থেকে দলে দলে রোডমার্চে আসছেন তারা।
আজকের এই রোডমার্চে অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের উপস্থিত থাকবেন।