Home 20 দেশের খবর 20 ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা কমপ্লেক্সে হামলা, ইউএনও-কে হেনস্তা আহত ৫

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা কমপ্লেক্সে হামলা, ইউএনও-কে হেনস্তা আহত ৫

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হেনস্তা ও উপজেলা কমপ্লেক্সে হামলা ও ভাংচুর চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের অনুসারীরা।

ওই চেয়ারম্যানের নেতৃত্বে চালানো অন্তত ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতরা হলেন নির্বাহী কর্মকর্তার চালক রুবেল, অফিস সহায়ক আনোয়ার, আনসার সদস্য আকরাম, বিআরডিপি’র সহকারী হিসাবরক্ষক লিটন, শিক্ষার প্রোগ্রামার উজ্জ্বল।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান জানান, আজ (শনিবার) কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে উপজেলা সদরের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা নেতাকর্মীদের বিপুলসংখ্যক যানবাহন ঢুকে পড়ে উপজেলা কমপ্লেক্সের ভেতরে।

এই কমপ্লেক্সের ভেতরে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাড়ি নিয়ে আসতে পারেন, এমন সম্ভাবনায় তাদের গাড়ির জন্য জায়গা রাখতে প্রস্তুতি রেখে চেয়ারম্যানের গাড়ির বহরকে ঢুকতে নিষেধ করা হয়। এরপরও নির্মাণাধীন গেট ভেঙে তাদের বাহন বিপুলসংখ্যক অটোরিকশা, মোটরসাইকেল, লেগুনা ইত্যাদি ভেতরে ঢুকে পড়ে। এতে বাধা দিলে তারা অফিসে ইট পাটকেল নিক্ষেপ ও নিচতলায় ও দোতলায় ভাঙচুর করে।

একপর্যায়ে চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলে পড়ে। পরনের কাপড় টানাহেঁচড়া করে ইউএনওকে হেনস্তা করা হয়। এ সময় তাকে রক্ষার জন্য চেষ্টা করলে  ৫ জনকে মারধর করে আহত করা হয়।

তাদের মধ্যে আনসার সদস্য মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ‘গাড়ি ঢুকতে নিষেধ করায় আমাকে তারা বলেন, দেশ চালাই আমরা- আপনি কে? আমরা এখানে ১০-১২ বছর ধরে রাজনৈতিক কর্মকাণ্ড করছি।’

About Dhakar News

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

অধ্যাপক এএসএম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। তাকে বিশ্ববিদ্যালয়ের আচার্য ...

বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করতে আসেনি, মানুষের সেবা করতে এসেছি: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করতে আসেনি, ...

তলে তলে কোনো আপস হয়নি: মির্জা ফখরুল

সরকারের সঙ্গে তলেতলে কারও কোনো আপস হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ...

যাচ্ছিলেন মসজিদে আজান দিতে, ফিরলেন লাশ হয়ে

মাদারীপুরের কালকিনিতে মসজিদে আজান দিতে যাওয়ার সময় আবদুল কাদের মাতুব্বর (৬৮) নামে এক মুয়াজ্জিনের ট্রাকচাপায় ...

রাঙ্গাবালীতে নেই ফায়ার সার্ভিস: নিজেদের প্রচেষ্টা ই শেষ ভরসা?

মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালী ,পটুয়াখালী: ২০১১ সালে ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় (প্রধানমন্ত্রী শেখ ...