স্পেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মার্সিয়া শহরে একটি নাইটক্লাবে জন্মদিনের পার্টি চলাকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ক্লাবসহ তিনটি ভেন্যু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর দিচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর। ওই প্রতিবেদন অনুযায়ী, রবিবার ভোরে এই আগুনের কারণে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৭ জন মারা গেছে। পাশাপশি ওই ঘটনায় এখনো ৮ জন নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ থাকা ব্যক্তিরা জন্মদিনের পার্টিতেই এসেছিলেন বলে খবর পাওয়া গেছে।
ওদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে দমকল বাহিনী। ১২টি যান নিয়ে আগুন নেভানোর কাজ করেছেন ৪০ জন দমকলকর্মী। রয়েছে হেলিকপ্টারও। যারা বেঁচে গেছেন, তাঁদের অস্থায়ীভাবে একটি মাঠে রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুনের লেলিহান শিখা নেভাতে কাজ করছেন দমকলকর্মী।