আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে এলপিজির দাম ফের বাড়ালো। সোমবার সংবাদ সম্মেলন করে অক্টোবরের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. নুরুল আমিন। তিনি বলেন, সন্ধ্যা ৬টা থেকে এলপিজির নতুন এই দর কার্যকর হবে।
কমিশনের চেয়ারম্যান বলেন, “সৌদি আরামকোর সিপি মূল্য বৃদ্ধি ও ডলারের মূল্য বৃদ্ধি নতুন করে এই মূল্য বৃদ্ধির কারণ।”
অক্টোবরের জন্য দাম ৬ দশমিক ১৬ শতাংশ হারে কেজিতে বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা। এর আগে অগাস্টে ১৪ শতাংশ এবং সেপ্টেম্বরে দাম বাড়ে ১২ শতাংশ।
১২ কেজি সিলিন্ডারের মূল্য জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা, অগাস্টে তা বেড়ে হয় ১ হাজার ১৪০ টাকা, সেপ্টেম্বরে হয় ১ হাজার ২৮৪ টাকা। অক্টোবরে আরও ৭৯ টাকা বেড়ে ১২ কেজির সিলেন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ টাকা।
এই মাসে প্রতি কেজি এলপিজির দাম ১১৩ টাকা ৬১ পয়সা ধরে সাড়ে পাঁচ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি ও অন্যান্য আকারের সিলিন্ডারের দাম ঠিক করা হবে।