থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলের একটি বিলাসবহুল শপিং মলে গুলিতে তিনজন নিহত হয়েছেন; যে ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৪ বছর বয়সী এক বালককে গ্রেপ্তার করেছে থাই পুলিশ। এ ঘটনায় চারজন আহতও হয়েছে।
মঙ্গলবারের এ গুলির ঘটনায় হাতবন্দুক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুলির পরপরই নগরীর জনপ্রিয় বিপণিবিতানটিতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা দেয়। নারী ও শিশুসহ শত শত মানুষকে বিপণিবিতানটি থেকে ছুটে বেরিয়ে আসতে দেখা গেছে।
এ ঘটনার পর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যে বিপণিবতান থেকে সবাই বেরিয়ে আসছে। রয়টার্স এ ভিডিও এর সত্যতা যাচাই করে দেখেছে। বিপণিবিতান কর্তৃপক্ষ ক্রেতাদের ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার দাবি করেছে।
থাই পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনায় ১৪ বছর বয়সী এক বালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। একটি ছবিতে দেখা যায় বিপণিবিতানের মধ্যে পুলিশ এক ব্যক্তিকে মেঝেতে ঠেসে ধরে রয়েছে এবং হ্যান্ডকাপ পরাতে দেখা যাচ্ছে।
পুলিশ এর আগে সিয়াম প্যারাগন মলের দিকে অগ্রসর হওয়ার কথা জানিয়েছিল।
স্থানীয়রা স্যোশাল মিডিয়ায় বন্দুকধারীর গুলির ঘটনার কথা জানায়। নগরীর কেন্দ্রস্থলের এ বিপণিবিতানটি বিদেশি পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়।
স্যোশাল মিডিয়ার ফুটেজে দোকানদারদের দৌড়ে মলের বাইরে যেতেও দেখা গেছে। মলের সব প্রবেশপথ তখন থেকে বন্ধ আছে। মলের ভেতরের ভিডিও অনলাইনে পোস্ট করেছে লোকজন। একটি ভিডিওতে বন্দুকের গুলির মতো চারটি বিকট শব্দ স্পষ্ট শোনা গেছে। – সংবাদসূত্র: রয়টার্স ও বিবিসি