মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জের সীমান্ত চরকিশোরগঞ্জে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে এ ঘটনায় এখনো শিশুসহ আরো ৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। আজ রোববার সকাল ৭টায় চাঁদপুর মতলব উপজেলার ষাটনল এলাকা থেকে জান্নাতুল মারওয়া (৮) ভাসমান লাশটি উদ্ধার করা হয়। সকাল ১০ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরঝাপটা এলাকা থেকে সাব্বির (৪০)হোসেনে নামে আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া লাশদুটি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদি গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে। এর আগে গতকাল শনিবার সকালে একই দুর্ঘটনায় ওই এলাকার মফিজুল হকের স্ত্রী সুমনা আক্তারের (৩০) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে মফিজুল হকের দুই মেয়ে জান্নাতুল মাওয়া (৬) ও সাফা আক্তার (৪), সাব্বিরের ছেলে রিমাদ (২)।
বিআইডব্লিউটিএর উপপরিচালক (নারায়ণগঞ্জ বন্দর) ওবায়দুল করিম খান সকাল ৮টার দিকে বলেন, শনিবার সারা রাত নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশের সদস্য ও ডুবরিরা কাজ করেছেন। সকালে ওই শিশুর লাশ চাঁদপুর মতলব উপজেলার ষাটনল এলাকার একটি খালে ভেঁসে উঠে।
এদিকে সদর উপজেলার চরঝাপটা এলাকা থেকে সাব্বির হোসেনে নামে আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে।
(মানবজমিন)