মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার খালগোড়া বাজারে অগ্নিকাণ্ডে ছোট-বড় অন্তত ৭টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার মধ্যরাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে আগুন ধরে যায়, মুহূর্তে তা ছড়িয়ে যায়। পুড়ে ছাই হয়ে যায় ছোট-বড় মিলিয়ে ৭টি দোকান।
পরে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সহযোগিতায় পাওয়ার পাম্প দিয়ে পানি নিক্ষেপ করে প্রায় একঘন্টা প্রচেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আসে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছি । ৭টি দোকানে আনুমানিক ক্ষতির পরিমাণ ২৫ লক্ষ টাকা। তবে কোথা থেকে কিভাবে আগুণের সূত্রপাত তা তদন্ত করে দেখা হচ্ছে।