মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালী ,পটুয়াখালী: ২০১১ সালে ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় (প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার মাধ্যমে) রাঙ্গাবালী উপজেলা । প্রতিষ্ঠার ১৩ বছর পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিস স্টেশন না পেয়ে চরম বিপাকে রয়েছেন উপজেলার সাধারণ মানুষ । জনস্বার্থে বিভিন্ন অফিস স্থাপিত হলেও এখন পর্যন্ত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি এই উপজেলায়। ফলে ফায়ার সার্ভিস ইউনিটের সেবা থেকে বঞ্চিত রয়েছেন উপজেলাবাসী।
উপজেলার মধ্যে কোনো জায়গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তা সহজেই নিয়ন্ত্রনে আনা অসম্ভব হয়ে দাঁড়ায়। উপজেলাটিতে ৬ টি ইউনিয়নের রয়েছে প্রায় ৩০ টির মতো হাট- বাজার ও শতাধিক সরকারী–বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া উপজেলা পরিষদ ,ব্যাংক বিমা, আবাসিক এলাকা সহ গুরুত্বপূর্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। উপজেলার হাটবাজারে রয়েছে কেরোসিন, পেট্রোল, ও গ্যাস এর মজুদাগার ও বিক্রয় কেন্দ্র।
২০১৮ সালের ফেব্রুয়ারীতে উপজেলার সদর বাহেরচর বাজারে এক ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। ফায়ার ষ্টেশন না থাকার কারনে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি । যে কারনে উপজেলার প্রান কেন্দ্র বাহেরচর বাজারের ৮ টি মার্কেটের প্রায় ৩৪ টি দোকান ভষ্মীভূত হয়েছিল। ওই ঘটনায় প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছিল বলে খবর।
উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছরের মধ্যে উপজেলার বিভিন্ন বাজারে ৫-৭ বার বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তারপর থেকে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন উপজেলাবাসী। কিন্তু কোনো কাজ হয়নি। এখনও উপজেলাবাসীর দাবি জরুরি ভিত্তিতে আধুনিক মানের একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হোক।