আন্দোলনের মাধ্যমে তফসিল ঘোষণার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল।
রবিবার সকালে মতিঝিল থেকে এক বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। ওই কর্মসূচিতে দুই মহানগরের জামাত ও শিবিরের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। জামাতের দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন জামাত মাঠে নেমেছে এবং আগামী দিনের কর্মসূচিতে মাঠে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। এসময় প্রশাসনকে উদ্দেশ্য করে বিভিন্ন সতর্কবার্তা দেন জামাতের এই নেতা।